সোমবার, ৩১ মার্চ ২০২৫,
১৭ চৈত্র ১৪৩১
বাংলা English

সোমবার, ৩১ মার্চ ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
গ্রামবাংলা
ডোমার পৌরসভার উদ্যোগে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানিভাতা প্রদান
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৮:১০ পিএম  (ভিজিটর : ৮৮)

নীলফামারীর ডোমার পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানিভাতা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকালে পৌরসভা কার্যালয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুন্নবী ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌরসভা কর্তৃপক্ষ ২২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মিলে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা সম্মানিভাতা প্রদান করে।

এ সম্মানিভাতা পেয়ে ইমাম ও মুয়াজ্জিনরা সন্তোষ প্রকাশ করেন। ডাঙ্গাপাড়া জামে মসজিদের খতিব মো. শামসুল বলেন, এ ধরনের সম্মাননা আমাদের দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে। পৌরসভাকে ধন্যবাদ জানাই।

ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম বলেন, ধর্মীয় কর্মকাণ্ডে পৌরসভার এমন সহায়তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা দোয়া করি, যেন এটি আরো বড় পরিসরে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম বলেন, এই কার্যক্রম ডোমার পৌরসভায় প্রথমবারের মতো চালু করা হলো। আমরা চাই, ভবিষ্যতে আরো বড় পরিসরে এই কার্যক্রম চালিয়ে যেতে। ইমাম ও মুয়াজ্জিনরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাদের সম্মানিত করা আমাদের কর্তব্য।

অনুষ্ঠানে অতিথিরাও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ, যা ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে হওয়া উচিত।

অনুষ্ঠানে ২২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন এবং তারা সবাই পৌরসভার এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/এএম



মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি পোস্ট করে যা বললেন আসিফ নজরুল
লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫
শহিদ আবু সাঈদের পরিবারকে বেরোবি উপাচার্যের ঈদ সামগ্রী প্রদান
মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি
ঈদের দিন ঘরে বসে থাকার সময় শেষ: আসিফ মাহমুদ

সর্বাধিক পঠিত

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ
ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’
পটুয়াখালীতে ২২ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছে আজ
নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনের কারাদণ্ড
মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close