১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে সকল মুক্তিযোদ্ধা ও শহিদদের যেমন সুযোগ-সুবিধা ছিল, সেই রকম সুযোগ-সুবিধা দেওয়া হবে চব্বিশের জুলাই অভ্যুত্থানের সকল যুদ্ধাদের বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন।
শুক্রবার (২৮ মার্চ) উত্তরা ৪নং সেক্টরে বাংলাদেশ ক্লাব লিমিটেডে জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত তাদের পরিবারের সাথে ইফতার আয়োজনে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে একাত্তরকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে চব্বিশের অভ্যুত্থানে আহত ও নিহত সকল যোদ্ধাদেরও একইভাবে মূল্যায়িত করা হবে।
এ সময় জুলাই অভ্যুত্থানের নিহত শহিদ পরিবারের সদস্যরা খুব প্রকাশ করে বলেন, ছয় মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনো আমাদের বিচার কাজ কিছুই হয়নি। যারা আমাদের ভাই-সন্তানদের মারল, তাদের বিচার না হলে এই জাতি কখনোই কলঙ্কমুক্ত হবে না বলে মন্তব্য করেছেন তারা।
দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট নাজমুল হোসেন ভূইয়া বিবেকের সঞ্চালনায় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের নারী কমিশনার রাবেয়া আলম।
জুলাই অভ্যুত্থানের নিহত ২৫টি শহিদ পরিবারের শতাধিক সদস্যসহ সাংবাদিক সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ উত্তরা পূর্ব থানার প্রশাসন। এ সময় সকল শহিদ পরিবারদের ঈদ উপহার বিতরণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। শহিদ পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন, জুলাই ২৪ শহিদ পরিবার সোসাইটির সভাপতি গোলাম রহমান ও সহসভাপতি মোহাম্মদ আবুল হাসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেকে/এএম