সিলেটের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
শুক্রবার (২৮ মার্চ) র্যাব সিলেট সদর দফতরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপঅধিনায়ক মেজর এ কে এম ফয়সাল।
তিনি বলেন, রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে গেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-৯ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ছিনতাই চক্রের সদস্যদের শনাক্ত করে।
র্যাব-৯ জানায়, সিলেটের মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাব-৯ সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—বাদল মিয়া ওরফে কাউছার (২৭), সুহেল আহম্মদ রকি (২০), মো. সাজা মিয়া (৩১), তায়েফ আহম্মদ (২৬), শেখ মনির ওরফে কালা মনির (৩০), খোরশেদ মিয়া (২৭), আকাশ হোসেন (২১), মো. শাহীন (৩২), সায়মন (২২), রমজান ওরফে আল আমিন (২১), মাসুম মিয়া (৩৫), আশাদুল মিয়া (৪২), শামীম মিয়া (৩০), মো. বাদশা মিয়া (৩০), দেলোয়ার হোসেন (৪৮), আজাদ (৩০) ও সুমন (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন জনবহুল এলাকায় ছিনতাই কার্যক্রম পরিচালনা করত। সাধারণ পথচারী, যানজটে থাকা যাত্রী, রিকশা ও সিএনজি যাত্রীদের টার্গেট করে মোবাইল, মানিব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। তারা মাদকাসক্ত ও চক্রের প্রধানরা তরুণদের অপরাধে জড়াতে উদ্বুদ্ধ করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কেকে/এএম