ফেনীর সোনাগাজীতে বিউটি প্লাজার ভাড়াটিয়া নুরুল করিম শিমুল কর্তৃক মালিক পক্ষকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (২৮ মার্চ) বিকালে মালিক বিউটি আক্তারের স্বামী কামাল উদ্দিন হেলাল ও দেবর আলমগীর হোসেন উপস্থিত থেকে পৌর শহরের জিরোপয়েন্টে অবস্থিত বিউটি প্লাজার সামনে ওয়াল্টনের মালিক নুরুল করিম শিমুলের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
তারা বলেন, দীর্ঘ তিন বছর যাবত ভাড়াটিয়া শিমুলের হামলা, হুমকি, মামলা দিয়ে হয়রানি করে আসছে। প্রায় এক কোটি ৯০ লাখ টাকা ব্যাংক ঋণ নিয়ে মার্কেট নির্মাণ করেন। মার্কেটের সামনের অংশের ভাড়াটিয়া শিমুল ঘর ছেড়ে না দেওয়ায় নির্মিত মার্কেটের দোকন ঘরগুলো ভাড়া হচ্ছে না। কেউ কেউ ভাড়া নিলেও আবার দোকানগুলো ছেড়ে চলে যাচ্ছে। এতে মালিক পক্ষ চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একদিকে ব্যাংক ঋণ অন্য দিকে মামলা, হুমকি ও অত্যাচার আরেক দিকে মার্কেটের দোকান ভাড়া না হওয়ায় মালিক পক্ষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।
তারা আরো দাবি করেন, জাল দলিল সৃজন করে ভাড়াটিয়া থেকে শিমুল এখন মালিক সাজার পাঁয়তারা করছে। মালিক বিউটি আক্তারের ছেলে সন্তান না থাকায় একটা অসহায় নারীর ওপর এমন অত্যাচারে চালাচ্ছেন বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ। তারা প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
কেকে/এএম