মিরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড-১৩ এর এক বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর মিরপুরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠটির স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য ও দোয়া মাহফিলের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়। পরে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ওমর হাসান মামুন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। তিনি জানান, সমাজের জন্য কাজ করবে ইউনাইটেড-১৩।
এ ছাড়া আমেরিকা থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য মিঠু ও আজার উদ্দিন আজিম। তারা জানান, সংগঠনটির ভবিষ্যত নিয়ে তাদের অনেক পরিকল্পনা রয়েছে। তারা এই ক্লাবকে মানুষের উপকারে কাজে লাগাতে চান।
আরো উপস্থিত ছিলেন মিরপুর রাইডার্স ফর হোপ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা জোবায়ের খানসহ ক্লাবের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ মার্চ সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা করে। মিরপুর-১৩ এর স্থানীয়দের সাথে নিয়ে একদল তরুণ উদ্যোমী যুবক এই যাত্রা শুরু করে। মিরপুরের আর্থসামাজিক উন্নয়ন ও সমাজসেবামূলক কাজকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে সংগঠনটি।
কেকে/এএম