ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে ঘরমুখী যাত্রীদের ভিড় বেড়েছে।
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে সকাল থেকেই মানুষের আনাগোনা বাড়তে থাকে। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ থাকলেও পরিবহন কাউন্টারের কর্মীরা তুলনামূলক অলস সময় কাটাচ্ছেন। যাত্রীরা বলছেন, এবার যাত্রা স্বাচ্ছন্দ্যময়, যানজট কিংবা টিকেট সংকটের ভোগান্তি নেই।
কমলাপুর রেলস্টেশনে নির্ধারিত সময়েই ট্রেন ছেড়ে যাচ্ছে। ঈদ উদযাপনে স্বজনদের কাছে ফিরতে রাজধানী ছাড়ছে হাজারো মানুষ। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে। লঞ্চ কর্মীরা জানান, শেষ মুহূর্তে যাত্রীর চাপ বেড়েছে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বরিশাল-ঢাকা রুটে স্পেশাল সার্ভিসসহ ১৯টি বিলাসবহুল লঞ্চ যাত্রী পরিবহন করছে। এসব লঞ্চে পাঁচ হাজারের বেশি কেবিন ছাড়াও ডেকে হাজারের বেশি যাত্রী বহন করা সম্ভব।
যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কেকে/এএম