অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রত্যেক নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে প্রবেশ করার। তবে চাকরি একটি ভুল ধারণা, যা সৃজনশীলতাকে নষ্ট করে।
শনিবার (২৮ মার্চ) সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
ভাষণে ড. ইউনূস বলেন, নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়ে দারিদ্র্য দূর করাকে প্রধান অগ্রাধিকার দিয়েছি। তবে সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরো বলেন, দেশের তরুণরা উন্নয়নের জন্য লড়াই করছে, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা তাদের দমিয়ে রেখেছে। এটি জনগণের সমস্যার মূল কারণ।
চার দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চীন যান প্রধান উপদেষ্টা। সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন, যেখানে তিস্তা প্রকল্পসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে ভাষণ দেন তিনি।
কেকে/এএম