অপেক্ষার অবসান হতে চললো অবশেষে। অন্যতম বৃহত্তম টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-২ এর পর্দা নামতে চলেছে। আগামী ৫ এপ্রিল গড়াবে এবারের আসরের ফাইনাল। শিরোপামঞ্চে লড়বে কুমিল্লার গুণবতী আলকরা স্পোর্টস ইউনিটি চৌদ্দগ্রাম ও চাঁদপুরের হাজীগঞ্জ ভিক্টোরি সুপার হিরোজ।
শনিবার (২৯ মার্চ) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল এগারোটায় শুরু হবে ফাইনাল। শিরোপামঞ্চে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন ক্রিকেটার থাকবেন। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জমকালো আয়োজনের কথা জানিয়েছেন টুর্নামেন্ট আয়োজক।
গত বছর ১৬ নভেম্বর জমকালো আয়োজনে মাঠে গড়ায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল সিজন-২। দেশের বিভিন্ন অঞ্চলের ৩২টি দল নিয়ে শুরু হয় আসর। প্রথম রাউন্ড থেকেই নকআউট পদ্ধতিতে গড়ানো আসরটির পর্দা নামছে এবার। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের খেলা শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে গুণবতী আলকরা স্পোর্টস ইউনিটি ও ভিক্টোরি সুপার হিরোজ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে শিরোপার পাশাপাশি দেওয়া হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রাইজমানি। রানার্সআপ দল ট্রফির পাশাপাশি প্রাইজমানি পাবে ১ লক্ষ টাকা।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সবগুলোর ম্যাচের পাশাপাশি ফাইনালও সম্প্রচার করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যাবে ‘শাহরাস্তি ক্রিকেট একাডেমি’র ফেসবুক পেজ ও ‘ই স্পোর্টস’ পেজ থেকে।
শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেনের হাত ধরে ২০২৩ সালে টুর্নামেন্টটি শুরু হয়। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে উপলতা স্পোর্টিং ক্লাব।
কেকে/এএম