শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প      মুসলিম উম্মাহ’র শান্তি কামনার মধ্য দিয়ে চরমোনাই মাহফিল সমাপ্ত      সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি       ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাওয়া ছাত্ররাই এখন রাজনীতিতে      
রাজনীতি
পলিটিকাল গভমেন্ট ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয়; দুলু
রংপুর অফিস :
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:০৮ পিএম আপডেট: ০৭.১১.২০২৪ ৬:৩৩ পিএম  (ভিজিটর : ১৫০)
বক্তব্য রাখছেন সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।ছবি:প্রতিনিধি

বক্তব্য রাখছেন সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।ছবি:প্রতিনিধি

বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা এই দেশকে লুটেপুটে খেয়েছে। আমরা তা আর হতে দিব না। তাই অল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। পলিটিকাল গভমেন্ট ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক উপমন্ত্রী ও বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।  

বৃহস্পতিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়েছে। ছাত্র জনতা ও বিএনপি'র নেতাকর্মীরা দ্বিতীয় স্বাধীনতায় যোগ দেওয়ায় পালিয়েছেন শেখ হাসিনা। বিএনপির আত্মত্যাগ দেশের জনগণ স্বীকার করে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ গঠনে ৩০ দফা সংস্কারের দাবি জানিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করে এই দেশকে পরিচালনা করা সম্ভব। কেননা আর যাই হোক অন্তবর্তীকালীন সরকারকে দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না। তাই দ্রুত সময়ের মধ্যে ভোটের দাবি জানিয়েছেন তিনি।

স্বৈরাচারী হাসিনার পতনের পর রংপুর মহানগর ও জেলা বিএনপিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির, আহবায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর কৃষক দলের সভাপতি শাহনেওয়াজ লাবু,মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন সহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এদিকে রংপুর মহানগর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুর নেতৃত্বে পৃথক ভাবে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কাচারি বাজারে সমাবেশে মিলিত হয়। সেই সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাশেদ উন নবী খান বিপ্লব, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা সমবায় দলের আহবায়ক সেলিম চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  আশফাকুল বসুনিয়া আজাদ, সাবেক সহ-দপ্তর  সম্পাদক আবু আলী মিঠু,মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোকছেনুল আরেফীন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আখতারুজ্জামান তিতু, মহানগর তাঁতী দলের সাবেক আহবায়ক এমএম আলম পান্না, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুন্তাসির মামুন মুন্না, যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ রাজ প্রমুখ। এসময় মহানগর ও জেলা বিএনপি এবং অংশ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।

কেকে/এইচএস
আরও সংবাদ   বিষয়:  আসাদুল হাবিব দুলু সাবেক উপমন্ত্রী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভ্যানচালকের জমিতে কোটিপতির আধিপত্য বিস্তার
জবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
আধিপত্য বিস্তারে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৫০
টঙ্গীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ২০

সর্বাধিক পঠিত

ভূঞাপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
গঙ্গাচড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মিস্টার গ্রেফতার
বাসে ডাকাতি: দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি সিরাজুলকে প্রত্যাহার

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝