বরগুনার পাথরঘাটায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ, শান্ত ও নাদিম।
পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই মারা যায়। শুভ ঢাকায় চাকরি করত। গতকাল সে বাড়ি এসেছে। আজ সকালে নতুন পোষাক নিয়ে তারা ৩ ভাই পাথরঘাটার কেরাতপুরে শুভর চাচা শ্বশুর বাড়ি যাচ্ছিল। তারা ছিল ৪ ভাই। এক ভাই ছোট বেলায় পানিতে ডুবে মারা গেছে। বাকি ৩ ভাই একত্রে মারা গেল।
বরগুনার পাথরঘাটা থানার ওসি জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর ২৫০ শযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএম