ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চৌরাস্তার আশপাশে অন্তত এক কিলোমিটার তীব্র যানযট দেখা গেছে।
যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কে কাজ করতে দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার থেকে চৌরাস্তা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন।
এদিকে ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে টাঙ্গাইলে যেতে চৌরাস্তা থেকে নাওজোর পর্যন্ত যানবাহনের তীব চাপ রয়েছে। চৌরাস্তা এলাকায় সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আশপাশে এক কিলোমিটার যানবাহন থেমে থেমে চলতে দেখা গেছে।
সোনার বাংলা বাসের যাত্রী কামাল হোসেন খোলা কাগজকে বলেন, টঙ্গী থেকে চৌরাস্তায় আসতে তিন ঘন্টা সময় লেগেছে। সড়কে তীব্র যানযটের কারণে কিছুদূর এসে এসে বাস থেমে থাকে। বিশেষ করে মহাসড়কের বোর্ড বাজার থেকে চৌরাস্তায় আসতে ২ ঘন্টা সময় লেগেছে।
গাজীপুর পরিবহনের চালক আবদুল্লাহ বলেন, বোর্ড বাজার থেকে ১০ মিনিটের রাস্তা আসতে প্রায় দেড় ঘন্টা লেগেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার আশোক কুমার পাল খোলা কাগজকে জানান, শনিবার ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষ ও গাড়ির সংখ্যা বাড়তে থাকে। সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর স্টেশনরোড, গাজীপুরা, বড়বাড়ি, মালেকের বাড়ি, ভোগড়া বাইপাস মোড়, চৌরাস্তা মোড় ও এর আশপাশের অংশ, তেলিপাড়া এলাকায় ঘরমুখো মানুষ ও গাড়ির সংখ্যা বেড়ে গেছে। এতে কিছুটা যানযট সৃষ্টি হয়েছে। তবে সড়কে এখন থেমে চলছে যানবাহন। তবে সময় যাচ্ছে আস্তে আস্তে যানযট কমে যাবে, সড়কের চাপ কমে যাবে।
কেকে/এএম