লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
তুষার ইমরান, লালপুর (নাটোর)
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৪:০১ পিএম (ভিজিটর : ৩১)

নাটোরের লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৪টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের চামটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মইদুল ইসলাম (৩৫)। তিনি চামটিয়া এলাকার ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মইদুল ইসলাম ঈশ্বরদী থেকে তার বাড়ি ফিরছিলেন। এ সময় চামটিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ঈশ্বরদীগামী একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সবুজ (৪২) ও মইদুল (৩৫) গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে রাজশাহীতে রেফার করা হয়। তবে রাজশাহী নেওয়ার পথে মইদুল মারা যান।
পরে খবর পেয়ে লালপুর থানার পুলিশ এসে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লালপুর থানার ওসি মো. নাজমুল হকের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
কেকে/এএম