ভোলার চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে মোতাহার (৬০) নামের এক বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড কুতুবগঞ্জ বাজার জামে মসজিদ থেকে এ মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ।
নিহত বৃদ্ধ মোতাহার ওই ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত নুরুবক্সের ছেলে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধের মেয়ে তানিয়া আক্তার শারমিন জানান, আমার বাবা শুক্রবার রাত ৮টার দিকে কুতুবগঞ্জ জামে মসজিদে তারাবিহর নামাজ আদায় করতে গিয়ে আর বাড়ি ফিরেননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ খবর নেই। কোথাও সন্ধান মেলেনি। শনিবার সকালে মসজিদের মুসল্লীরা মসজিদের দ্বিতীয় তলা খালি জায়গায় পিলারের সঙ্গে আমার বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদেরকে ও চরফ্যাশন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আমার বাবার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।
তিনি আরো জানান, আমার বাবা দীর্ঘদিন পর্যন্ত প্যারালাইসাস রোগে আক্রান্ত তিনি কীভাবে মসজিদের ছাদে উঠেছেন তা বুঝে উঠতে পারছি না। তবে কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নাই।
ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাইনি। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে—এটা হত্যা না কি আত্মহত্যা।
কেকে/এএম