ঈদ বোনাসের টাকা খরচ করে ফেলায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাহানারা নামে এক বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা নারীকে পিটিয়ে আহত করেছে তার ছেলে ও ছেলের বউ।
শনিবার (২৯ মার্চ) সকালে পীরগঞ্জ সদর ইউনিয়নের পয়েন্ধা বিশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বীরঙ্গনা।
অভিযোগ সূত্রে জানা যায়, ঈদ বোনাস হিসেবে গত কয়েক দিন আগে ১০ হাজার টাকা পান বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা জাহানারা। সে টাকা খরচও করে ফেলেছেন তিনি।
শনিবার সকালে তার ছেলে কামাল হোসেন ও ছেলের বউ নারগিস বেগম তার কাছে ওই বোনাসের টাকা চায়। টাকা খরচ করে ফেলায় তিনি তাদেরকে টাকা দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে ও বউমা তাকে মারধর করে আহত করে। পরে স্থানীয়দের সহযোগীতায় পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন ওই বীরাঙ্গানা মুক্তিযোদ্ধা। পরে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা জাহানারা জানায়, মুক্তিযোদ্ধা ভাতার টাকার জন্য তার ছেলে ও ছেলের বউ তাকে ইতোপূর্বেও গালিগালাজ করাসহ মারধরও করেছে। মা হয়ে তিনি তা সহ্য করেছেন। কিন্তু এবার তার আর সহ্য হয়নি। বাধ্য হয়েই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মারধরের কথা অস্বীকার করে ছেলে কামাল হোসেন জানান, আমরা মাকে মারধর করিনি। তবে পরিবারে এক সঙ্গে চলতে গেলে একটু আধটু ঝামেলা হয়েই থাকে। এটা তেমন কোনো বিষয় না।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম