ঈদের আগমনী আনন্দ যখন চারদিকে, তখন অনেক গরিব-অসহায় মানুষ ও এতিম শিশুরা সেই উৎসব থেকে বঞ্চিত হয়। তাদের মুখে একটু হাসি ফোটাতে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে কুমিল্লার মনোহরগঞ্জের সামাজিক সেবামূলক সংগঠন খলিলুর রহমান-সালেহা ফাউন্ডেশন ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মনোহরগঞ্জে খলিলুর রহমান-সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে ও মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহায়তায় উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার পোমগাঁও ঈদগাহে সহস্রাধিক অস্বচ্ছল পুরুষ ও মহিলাদের হাতে ঈদ উপহার হিসাবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী তুলে দেওয়া হয় এবং বিভিন্ন মাদরাসার প্রায় শতাধিক এতিম ও গরিব শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন।
মো. জসিম উদ্দিন বলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠাকালীন সময় থেকে মানব-কল্যাণমূলক বিভিন্ন কাজ করে আসছে। আমরা বিভিন্ন সময় অসহায়, হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করে আসছি। তিনি এ ফাউন্ডেশন ও ফোরামের মানবিক এবং সেবামূলক কাজকে ত্বরান্বিত করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পারলে একটি আধুনিক ও মডেল উপজেলা বাস্তবায়ন করা সম্ভব।
তিনি বলেন, ঈদ মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব। কোন মানুষ যেন মনোহরগঞ্জ উপজেলার মধ্যে এ উৎসব থেকে বঞ্চিত না থাকে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পরে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে মুখে হাসি ফুটলো দুই সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষ।
এসময় উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা আবদুল খালেক মোল্লা, উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মিজি, সাইফুল ইসলাম, শিব্বির আহম্মদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবুল কাশেম, ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা সাবেক ছাত্রদল নেতা আরিফুর রহমান, ফাতেমাতুয যোহরা মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা মো শরিফ উদ্দিনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
কেকে/এজে