গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকালে এ উপলক্ষে উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারি উচ্চ বিদ্যালয় মাঠে বেকাটারি ইসলামী যুব কল্যাণ সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বেকাটারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, রামজীবন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাশরাফুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, ছাত্রনেতা আরাফাত হোসেন, সংস্থার সদস্য আনোয়ারুল ইসলাম, প্রবাসী সাইফুল ইসলাম, মাজেদুর রহমান মিলন, মোজারুল মান্নান প্রমুখ।
বক্তারা বলেন, ‘অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য। ঈদ শুধু আনন্দের নয়, এটি সম্প্রীতির উৎসব, আর সেই সম্প্রীতি বজায় রাখতেই আমরা এ উদ্যোগ নিয়েছি।’
সংস্থার সভাপতি মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আমাদের প্রচেষ্টা থাকবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আগামীতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবো- ইনশাআল্লাহ।’
পরে দুই শতাধিক হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল ৮ কেজি, তেল ১ লিটার, ডাল ১ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, সেমাই ২ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম ও ২ প্যাকেট দুধ বিতরণ করা হয়।
কেকে/এজে