মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়েছে।
মিয়ানমারের সামরিক সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ জন প্রাণ হারিয়েছেন। ৭.৭ মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছেন ৩ হাজার ৪০০-এর বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন অন্তত ১৩৯ জন।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরজুড়ে ধ্বংসস্তূপ। তার নিচে আটকা পড়েছেন অনেক মানুষ।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সড়ক ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে। গুরুত্বপূর্ণ সেতু ও রাস্তাগুলো ধসে পড়েছে। দুর্গত এলাকাগুলোতে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে, ইয়াঙ্গুন-নেইপিদো-মান্ডালে এক্সপ্রেসওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে সেনাবাহিনী, জাতিসংঘ ও বিভিন্ন বেসরকারি সংস্থা যৌথভাবে উদ্ধার ও চিকিৎসা সহায়তা কার্যক্রম চালাচ্ছে।
অন্যদিকে ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
কেকে/এএম