যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পাওয়ার কথা থাকলেও তা প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
শনিবার (২৯ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি লিখেছেন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ অ্যাওয়ার্ড ২০২৫-এর অধীনে জুলাই অভ্যুত্থানে নারীদের সাহসী অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
তবে এ পুরস্কার গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করে উমামা বলেন, নারী আন্দোলনকারীদের যৌথ স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নারকীয় হামলাকে প্রত্যক্ষভাবে সমর্থন দেওয়ায় এই পুরস্কারটি নিরপেক্ষতা হারিয়েছে। যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে, সেখানে এই পুরস্কার গ্রহণ করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্প এই পুরস্কার প্রদান করবেন।
কেকে/এএম