শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৭৪ বোতল ভারতীয় মদ ও মাদক বহনকারী মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ।
এর আগে বুধবার রাতে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র আশরাফ আলী(২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের পুত্র আলী হোসেন(২৬)।
পুলিশ জানায়, বিপুল ভারতীয় মদ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত নয়টার দিকে দাওধারা কাটাবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় দাওধারা কাটাবাড়ি থেকে চারআলী বাজারগামী একটি মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করে তল্লাসী করা হয়। তল্লাসীকালে মাইক্রোবাসের ভিতরে প্লাস্টিকের বস্তায় থাকা ৯টি ব্র্যান্ডের ৭৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয় এবং মাদক ব্যবসায়ী আশরাফ আলী ও আলী হোসেনকে গ্রেফতার করা হয়। একই সাথে জব্দ করা হয় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও। এসময় আপেল নামে আরেক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এজে