গুজরাট টাইটান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বোলিং করতে নেমে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। আইপিএলের ইতিহাসে এই প্রথমবারের মতো তিনি চার ওভারের বোলিং কোটার পূর্ণ ব্যবহার করতে পারেননি।
পাওয়ার প্লের শেষ ওভারে মাত্র ৪ রান দেওয়ার পর দশম ওভারেও কেবল ৬ রান খরচ করেন রশিদ। তবে এরপর আর তাকে বোলিংয়ে আনা হয়নি। এতদিন আইপিএলে ১২৩ ম্যাচ খেললেও কখনোই এমন অভিজ্ঞতা হয়নি তার।
২০১৭ সাল থেকে আইপিএলে খেলা রশিদ খান এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ওভারপ্রতি ৬.৮৬ গড়ে রান দিয়ে ১৫০টি উইকেট নিয়েছেন। তবে গতকালকের ম্যাচে দুই ওভার বল করে মাত্র ১০ রান দিয়েও কোনো উইকেট পাননি তিনি।
অধিনায়ক শুভমান গিলের কৌশলে রশিদের বাকি ওভার না করানো হলেও, গুজরাট টাইটান্স ৩৬ রানের জয় তুলে নেয় এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৬০ রানে থামিয়ে দেয়।
কেকে/এএম