বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষনকারী অমিত ও সাজ্জাদকে ময়নামতি এলাকার টিপড়া বাজার থেকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্প।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে সাতটায় টিপরাবাজার এলাকা থেকে পতিত আওয়ামিলীগ সরকারের অনুগত চিহ্নিত সন্ত্রাসী সাইদুল বাশার অমিক ও তার সহযোগী মীর সাজ্জাদকে সেনা টহলদল কর্তৃক গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সাইদুল বাশার অমিক (২৩) কুমিল্লা সদরের আলেখারচর এলাকার মাছুম বিল্লাহর ছেলে এবং
মীর সাজ্জাদ (২১) বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার মৃত. সার্জেন্ট (অব.) মীর ইউনুসের ছেলে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত সাইদুল বাশার অমিক গত ৪ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এবং টিপরা বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছিল।
কেকে/এএম