মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫,
১৮ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
জাতীয়
শঙ্কা কাটিয়ে স্বস্তিতে দেশ
শিপার মাহমুদ
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ২:০৯ পিএম  (ভিজিটর : ৫৭)
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে দেখা দেয় অস্থিরতা। রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি এবং একের পর এক অপরাধের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় ঈদুল ফিতর সামনে রেখে অনেকেই আতঙ্কে ছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে নেওয়া নানা দূরদর্শী পদক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে শুরু করে।

রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি অর্থনীতিতে আনা হয়েছে স্বচ্ছলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ক্রমশ উন্নতির দিকে। সরকারের কঠোর অবস্থানের ফলে অপরাধ দমনে এসেছে সফলতা। নিরাপত্তা বাহিনীগুলোকে শক্তিশালী করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে উচ্চ প্রযুক্তির ক্যামেরা। অপরাধ দমন এবং বিচার ব্যবস্থার সংস্কার এনে দ্রুততম সময়ে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ঈদ সামনে রেখে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে, যাতে ছিনতাই-ডাকাতির মতো অপরাধ না বাড়ে।

অপরাধ দমনের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে চালু করা হয়েছে বিশেষ মনিটরিং ব্যবস্থা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। ফলে কয়েক সপ্তাহের মধ্যে বাজারে ফিরেছে স্থিতিশীলতা। সরকারের কঠোর পদক্ষেপে স্বস্তির নিশ্বাস ফেলছে সাধারণ মানুষ।

ঢাকার ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বললেন, আগে ভেবেছিলাম ঈদটা হয়তো অনিশ্চয়তার মধ্যেই কাটবে, কিন্তু এখন মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আফরিন জান্নাত জানালেন, সন্ধ্যার পর রাস্তায় বের হতে ভয় লাগত, এখন অনেকটা নিরাপদ লাগছে।

আর অফিসগামী আনিসুর রহমান বললেন, ঈদের আগে ছিনতাই বেড়ে যেত, এবার কিন্তু রাস্তায় অনেক বেশি পুলিশ, মনে হচ্ছে নিরাপত্তা ভালোই রয়েছে। সব মিলিয়ে বলা যায়- দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, আর তাতে ঈদের আনন্দ ফিরেছে মানুষের মনে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অর্জন করবে। শঙ্কার মেঘ সরিয়ে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে সারা দেশে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই হাসিনাবিরোধী সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করে একটি গণতান্ত্রিক পরিবেশ গঠনের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা দূর করতে বিভিন্ন খাতে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করা হয়েছে। সরকারের উদ্যোগে বেসরকারি ও বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে আস্থা অর্জন করছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে রফতানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। ফলে চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ নানা অপরাধ বেড়ে গিয়েছিল, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। তবে সাম্প্রতিক সরকারের নানা উদ্যোগের পর আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিশেষ করে পুলিশের কার্যক্রম আরো শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। যার ফলে অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে।

রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিশেষ করে বাজার, বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন হয় এবং অর্থনীতির চাকা সচল থাকে। বর্তমান নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার থাকলে ভবিষ্যতে অপরাধ আরো কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এটি সম্ভব হয়েছে সরকার ও নিরাপত্তা বাহিনীর কার্যকর উদ্যোগের ফলে। বিশেষ করে, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুলিশের বিশেষ টহল দল সক্রিয় থাকছে, যাতে পথচারীরা নিরাপদে চলাচল করতে পারেন। গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যা অপরাধীদের শনাক্ত করতে সাহায্য করছে।
বাজারের অস্থিরতা রোধে রমজানের শুরু থেকেই সরকারের পক্ষ থেকে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। খাদ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে গঠন করা হয় মনিটরিং টিম, যারা প্রতিদিন বাজার তদারকি করছে। সরকারি মনিটরিং টিম অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছিল। ফলে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এসেছে, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

রমজান মাসে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে রোজা পালন করতে পারে, সেজন্য সরকার বিভিন্ন মৌলিক সেবা নিশ্চিত করেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পানি ও গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করে। ঈদের বাজারেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে সংলাপের মাধ্যমে বাজারে পণ্যের ঘাটতি যাতে না হয়, তা নিশ্চিত করা হয়। ফলে ক্রেতারা এবার নিশ্চিন্তে কেনাকাটা করতে পারছেন। সর্বোপরি বলা যায়, সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে দেশের সংকট কাটিয়ে মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। নিরাপত্তা, বাজার স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে রোজা ও ঈদ নির্বিঘ্নে উদযাপিত হচ্ছে।

কেকে/ এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে নিজ ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা
ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪

সর্বাধিক পঠিত

মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি
লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫
পবিত্র ঈদুল ফিতরে ইসলামী আন্দোলনের খাদ্য বিতরণ
স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি: তারেক রহমান
সুন্দরগঞ্জে ঈদ পুনর্মিলনী, ঐক্য, আনন্দ ও সংস্কৃতির মিলনমেলা

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close