মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫,
১৮ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
গ্রামবাংলা
প্রস্তুত সিলেট: ঈদে ১৫ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা
মুহাজিরুল ইসলাম রাহাত, সিলেট
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ২:৪৭ পিএম আপডেট: ৩০.০৩.২০২৫ ২:৫১ পিএম  (ভিজিটর : ১১৫)
 সিলেটের অন্যতম পর্যটনস্পট গোয়াইনঘাট উপজেলার জাফলং | ছবি : খোলা কাগজ

সিলেটের অন্যতম পর্যটনস্পট গোয়াইনঘাট উপজেলার জাফলং | ছবি : খোলা কাগজ

আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবারে ঈদুল ফিতরে টানা ৯দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। সাধারণত ঈদের ছুটি কাটাতে দেশের পর্যটনস্পটগুলোয় ভিড় করেন ভ্রমণপিয়াসীরা। সিলেটের পর্যটনস্পটগুলোতেও নানা বয়সী ভ্রমণপিয়াসীদের ঢল নামে। পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন এবার আবহাওয়া অনুকূলে থাকায় সিলেটে প্রায় ১৫ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা করছেন।

সিলেটের পর্যটন স্পটগুলোতে চলছে শেষ সময়ের প্রস্ততি। ভ্রমনপিয়াসীদের নজর কাড়তে এরই মধ্যে শেষ হয়েছে ধোয়ামোছা ও সৌন্দর্য বর্ধনের কাজ। এ খাতের ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুলে বেশি পর্যটক ভিড় জমাবেন। এ ছাড়া সিলেটের বিভিন্ন চা-বাগন দেখতে ভিড় করবেন পর্যটকেরা। ঈদে প্রায় ১৫ লাখ পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা।

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভ‚মি সিলেটের উঁচু-নিচু পাহাড় আর ঢেউ খেলানো চা-বাগান নিমিষেই পর্যটকের মন কেড়ে নেয়। মন মাতানো এমন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতিবছরই ঈদ কিংবা বিভিন্ন ছুটির দিনে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোয় ভিড় করেন পর্যটকেরা। এর মধ্যে অন্যতম- জাফলং, সাদা পাথর, লালাখাল, শ্রীপুর, রাতারগুল, পান্তুমাই, মায়াবতি ঝরনা, জৈন্তিয়া রাজবাড়ী, ডিবির হাওর, বিছানাকান্দি, লোভাছড়া, মধবকুন্ড, চেরাপুঞ্জি, জকিগঞ্জে তিন নদী সুরমা-কুশিয়ারা-বরাক মোহনা, একাধিক চা বাগান।

এ ছাড়াও দেখার মতো অনেক কিছুই রয়েছে এখানে। দেখার মতো অনেক স্থাপনাও রয়েছে আউলিয়া শহর সিলেটে। তার মধ্যে অন্যতম—কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি, চাঁদনি ঘাটের সিঁড়ি, জিতু মিয়ার বাড়ি, হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.) এর মাজার, খাদিমনগর জাতীয় উদ্যান, শাহী ঈদগাহ, রাজা গৌর গোবিন্দের টিলা প্রভৃতি।

এদিকে, পর্যটন স্পটগুলোতে পর্যটক আকর্ষণে এরই মধ্যে শেষ হয়েছে ধোয়ামোছা ও সৌন্দর্য বর্ধনের কাজ। পর্যটন খাতের ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুলে বেশি পর্যটক ভিড় করবে। এ ছাড়া সিলেটের বিভিন্ন চা-বাগন দেখতে ভিড় জমাবেন পর্যটকেরা। ঈদে প্রায় ১৫ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন, এবারে আবহাওয়া অনেকটা পর্যটকদের অনুকুলে থাকবে। ঈদ পরবর্তী এক সপ্তাহ সিলেটে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে এ সময়টাতে তাপমাত্রার পরদ ৩৫ থেকে ৩৬ ডিগ্রির ঘরে ওঠানামা করবে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, এবার জাফলং পর্যটকদের আকর্ষণ হতে পারে। আগের তুলনায় যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় সেখানে কয়েক লাখো পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছি। এ ছাড়া পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা একযোগে তৎপরতা চালাবেন। পর্যটকেরা যাতে হয়রানি শিকার না হনে সেজন্য খাত সংশ্লিষ্টদের সাথে দফায় দফায় বৈঠক করেছি।

সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম সাদিক বলেন, এরই মধ্যে সিলেটের বেশিরভাগ হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। আশা করছি এই ঈদরে ছুটিতে সিলেটে প্রায় ১৫ লাখ পর্যটকের সমাগম ঘটবে।

দ্য সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদাউস জানান, এবার লম্বা ছুটি হওয়াতে অন্য বছরের তুলনায় বেশি সংখ্যক পর্যটক সমাগম হবে। তা ছাড়া ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকায় এবার চাপ আরো বাড়বে। তিনি বলেন, এরই মধ্যে হোটেলগুলো ৬০-৭০ শতাংশ বুক হয়ে গেছে। আশা করছি এবার ভালো ব্যবসা হবে।

ঈদে সিলেটে ব্যাপক পর্যটক উপস্থিতি হতে পারে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম দস্তগীর আহমেদ। তিনি বলেন, এবারে লম্বা সরকারি ছুটি হওয়াতে সিলেটে ব্যাপক পর্যটক উপস্থিতি হতে পারে। পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। পোশাকধারী ছাড়াও সাদাপোশাকেও ট্যুরিস্ট পুলিশ তৎপরতা চালাবে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান বলেন, ইতোমধ্যে পর্যটন এলাকাগুলোয় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পর্যটকদের নির্বিঘ্নে যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্যুরিস্ট পুলিশ একযোগে কাজ করবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে নিজ ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা
ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪

সর্বাধিক পঠিত

মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি
লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫
পবিত্র ঈদুল ফিতরে ইসলামী আন্দোলনের খাদ্য বিতরণ
স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি: তারেক রহমান
সুন্দরগঞ্জে ঈদ পুনর্মিলনী, ঐক্য, আনন্দ ও সংস্কৃতির মিলনমেলা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close