আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন কারাবাস ও চিকিৎসার পর এবার তিনি লন্ডনে ছেলে তারেক রহমান, পুত্রবধূ ও নাতনীদের সঙ্গে ঈদ উদযাপন করছেন।
রোববার (৩০ মার্চ) গুলশানে বিএনপির কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আলহামদুলিল্লাহ, বেগম খালেদা জিয়া এখন ভালো আছেন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। এটি আমাদের জন্য আনন্দের খবর।
তিনি আরো জানান, খালেদা জিয়া কবে দেশে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে সম্ভবত এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরতে পারেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। তিনি প্রথমে ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা নেন এবং পরে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রস।
ঈদের দিন তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, এবং কোকোর দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমানের সঙ্গে সময় কাটান তিনি। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হন তিনি। পরবর্তী কয়েকটি ঈদ কারাগারে বা হাসপাতালে কাটলেও, এবার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের ফলে রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। পরবর্তীতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় বাতিল করে আদালত।
এটি ছিল তার লন্ডনে তৃতীয় ঈদ উদযাপন। এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ঈদুল আজহা উদযাপন করেছিলেন এবং ২০১৫ সালে প্রায় আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ পালন করেছিলেন।
কেকে/এএম