অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (৩০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। এতে লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ সব সড়কে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং শিল্পাঞ্চলগুলোর মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়া প্রতিষ্ঠা করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া সেনাবাহিনীর চলমান কার্যক্রম এবং জুলাই মাসে গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে সেনানিবাসগুলোতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং শহিদ যোদ্ধা ও আহত যোদ্ধাদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়েও আলোচনা করা হয়। শেষদিকে, সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।
প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং তাদের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
কেকে/এএম