করোনাকালীন একাধিকবার থেরাপিসহ ঢাকা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর সাংবাদিক মন্জুরুল হকের মা ফজিলা খাতুনের পরিবারে আর্থিক অস্বচ্ছতায় এগিয়ে আসলেন জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের কর্ম পরিষদ সদস্য ও মেট্রো সদর থানার আমীর সালাহউদ্দিন আইউবী।
রোববার (৩০ মার্চ) সকাল ৮টায় তিনি কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামে গিয়ে সাংবাদিকের মায়ের দেখা করে দশ হাজার টাকা হাতে তুলে দেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল হক উপস্থিত ছিলেন। প্রায় ত্রিশ মিনিট মন্জুরুল হক ও তার ছোট ভাই সেলিম মিয়াকে ধৈর্য ধারন করে মায়ের পাশে থাকতে বলেন।
সালাহউদ্দিন আইউবী বলেন, রমজান মাস ধনী গরিবের ব্যবধান দূর করতে মূখ্য ভূমিকা পালন করে।সামাজিক এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে মহান আল্লাহ যাকাত ব্যবস্থার বিধান বাধ্যতামূলক করেছেন। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য সর্বত্র বিরাজমান। জামায়াতে ইসলামী এই বৈষম্য দূর করতে সর্বাত্মক চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ।
তিনি বলেন, কাপাসিয়া উপজেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৭০০ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। প্যাকেটের মূল্য ২ হাজার থেকে ৫০০ টাকা পর্যন্ত রয়েছে।
মন্জুরুল হকের ছোট ভাই সেলিম মিয়া বলেন, জামায়াতের আর্থিক সহযোগিতা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি। পরিবারে দীর্ঘদিন ধরে নানা অর্থনৈতিক সংকটের মুখোমুখি ছিলাম, দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
আর্থিক সহযোগিতা পেয়ে পরিবারের মন্জুরুল হক বলেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এই সহায়তা আমাদের নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের নিয়মিত সামাজিক সহায়তার একটি অংশ। ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ চালিয়ে যাবেন, যাতে সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষরা উপকৃত হতে পারেন। স্থানীয় বাসিন্দারা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং জামায়াতের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কেকে/এএম