জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দিয়েছেন রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহা।
রোববার (৩০ মার্চ) বিকালে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ শহিদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ঈদ উপহার পৌঁছে দেন এবং শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহা বলেন, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদের পরিবারকে ঈদ উপহার পৌঁছে দিলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলু, যুগ্ম আহ্বায়ক আকাশ, সদস্য বাধন, পৌর ছাত্রদল নেতা হৃদয় প্রমুখ।
কেকে/এএম