চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেকনাফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন—লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আধাঁরমানিক এলাকার বাসিন্দা মো. আলমের ছেলে রিফাত (১৮), একই এলাকার বাসিন্দা সোনামিয়ার ছেলে আরাফাত (২১), সাতকানিয়া সতিপাড়ার মো. ছিদ্দিত (২৮), লোহাগাড়া উপজেলার নাজিম উদ্দীন ও নেজাম উদ্দীন।
তারা সবাই কক্সবাজারের টেকনাফ কোটবাজার এলাকার ব্যবসায়ী এবং লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা ছিলেন। ঈদ উদযাপন করতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, দুর্ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান তারিফ ও সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসগুলো থানায় আনা হচ্ছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেকে/এএম