বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের ঈদ উদযাপনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (৩০ মার্চ) দিবাগত রাতে পোস্ট করা ছবিতে দেখা যায়, একসঙ্গে আছেন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। ছবিতে তাদের মুখে হাসির ঝলক দেখা গেছে।
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত!
ছবি : ফেসবুক থেকে নেওয়া
বিএনপি সূত্রে জানা গেছে, আট বছর পর লন্ডনে তারেক রহমানের বাসায় পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেছেন খালেদা জিয়া।
গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক প্রধানমন্ত্রী। হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে ‘দ্য লন্ডন ক্লিনিক’ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে ১৭ দিন চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে ছেলের বাসায় যান তিনি। এখনো লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
২০১৫ সালে লন্ডনে ঈদ উদযাপন করেন তিনি। এরপর ২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দি ছিলেন। করোনাকালে বিশেষ কারামুক্তির মাধ্যমে মুক্তি পান। বন্দি অবস্থায় চারটি ঈদ কারাগার ও হাসপাতালে কাটাতে হয় তাকে।