পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়।
সোমবার (৩১ মার্চ) বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত নগরবাসীর মাঝে এ খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার।
এ ছাড়াও নগর অর্থ ও প্রকাশনা সম্পাদক ডা. মুজিবুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আলাউদ্দিন, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি আরমান হোসাইন, শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএম