নীলফামারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ উপলক্ষে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
প্রধান জামাতের ইমামতি করেন নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদের পেশ ইমাম মাওলানা খন্দকার মো. আশরাফুল হক নূরী। সেখানে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধি সমাজের প্রতিনিধিসহ সকল শ্রেণি-পেশার মানুষ। নামাজ আদায় শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।
একই সময়ে জেলা মডেল মসজিদ ও সদর উপজেলা মডেল মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। অপরদিকে সকাল সাড়ে ৮টায় জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নীলফামারী পুলিশ লাইনস মাঠে। সেখানে ঈদের নামাজ আদায় করেন পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান।
সকাল ৮টায় জেলার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এরপর সকাল সাড়ে ৮টায় গাছবাড়ি পঞ্চপুকুরপাড়া ঈদগাহ মাঠে, সকাল পৌনে ৯টায় সার্কিট হাউজ ঈদগাহ মাঠ ও বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠ, সকাল ৯টায় কলেজ স্টেশন ঈদগাহ মাঠ, কুখাপাড়া ঈদগাহ মাঠ ও জোড় দরগাহ ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রসমূহ বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়েছে। জেলা কারাগার, হাসপাতাল, এতিমখানা এবং ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
কেকে/এএম