বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তামজিদ উদ্দিন এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের মো. রোমান রহমান।
বুধবার (০৬ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান ২১ সদস্যের এ আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য অনুমোদন করেন।
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আপনারা কি করবেন? এমন প্রশ্নের জবাবে আহবায়ক তামজিদ উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা যেটা চাইবে সেটাকেই আমরা মাথা পেতে নিব। মূলত সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্যই তো আমাদের এই সংগ্রাম আর সংগঠন।’
কেকে/এজে