প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী ইউনিয়নের গলাচিপা বিলে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে ধ্বংস হচ্ছে আবাদী জমি।
সোমবার (৩১ মার্চ) রাত থেকে গলাচিপা বিলে ফসলি জমি নষ্ট করে রাতের অন্ধকারে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ফসলি জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র হুমকির সম্মুখীন হচ্ছে।
এলাকাবাসী জানায়, রূপসদী দক্ষিণ পাড়ার মমিন মিয়া ও নবি মিয়া (কানা নবি) মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে। জমির মালিকগণ ও এলাকাবাসী স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা ছিল না। ঘটনার বিস্তারিত জেনে শীগগিরই ব্যবস্থা নেবো।
কেকে/এএম