ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে এক স্কুল পড়ুয়া ছাত্রীকে ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় ছাত্রীর বাবা, চাচা ও ফুফাতো ভাইসহ ৫ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ সময় উক্তক্তকারীরা বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।
সোমবার (৩১ মার্চ) রাতে তাদের হামলায় গুরুতর আহত ওই ছাত্রীর বাবা গফফার মিয়া, চাচা ছত্তার মিয়া ও ফুফাতো ভাই তাইমুর মাতুব্বরকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকা সূত্রে জানা গেছে, ওই গ্রামের জনৈক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে এক সপ্তাহ পূর্বে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী সিয়াম মোল্লা, রিফাত মোল্লা, সাকিব মোল্লাসহ তিনজন তাকে উত্তক্ত করে। বিষয়টি তাদের অভিভাবকদের জানালে তারারা ক্ষিপ্ত হয়ে এ হামলার ঘটনা ঘটায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম