‘সংস্কার আর নির্বাচন দুটি আলাদা না’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার তার নিয়মে চলবে, নির্বাচন নির্বাচনের মতো হবে।
মঙ্গলবার (এপ্রিল) বিকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং জনগণের মতামত নিয়েই দেশ পরিচালনা করছে। তারা সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে বিএনপিও বিচার-বিবেচনা করে মতামত দিয়েছে। ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কার্যকর হবে এবং নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কারের দায়িত্ব নেবেন বলে জানান তিনি।
রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আগে চীন শুধু একটি দলের সঙ্গে সম্পর্ক রেখেছিল, কিন্তু এখন তারা সবার সঙ্গে কাজ করতে আগ্রহী। চীন বাংলাদেশের উৎপাদন ও উন্নয়নে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা দেশের জন্য ইতিবাচক।
পরে তিনি জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদল সভাপতি মোহাম্মদ কায়েসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কেকে/এএম