শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫,
১২ বৈশাখ ১৪৩২
বাংলা English

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
শিরোনাম: কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি      ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব      ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, বাজছে যুদ্ধের দামামা      অনিয়ম-বিতর্কে জর্জরিত বৈষম্যবিরোধী নেতারা      অনুশোচনাহীন আ.লীগ খুঁজছে ফেরার পথ      হঠাৎ স্থগিত সাফ ফুটবল, জানে না বাফুফে      যেকোনো মূল্যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: তারেক রহমান      
রাজনীতি
জামায়াত আমির
৭১-এ অন্য সংগঠন করতাম, যুদ্ধাপরাধের অভিযোগ মিথ্যা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ২:২৪ এএম আপডেট: ০২.০৪.২০২৫ ২:৩৭ এএম  (ভিজিটর : ১২৭)
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

‘১৯৭১ সালে জামায়াত নয় বরং ভিন্ন আরেকটি দল করতেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এ সময় তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগগুলো মিথ্যা বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (১ এপ্রিল) মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি কি যুদ্ধাপরাধী? না; অথচ আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে। যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ১২ বছর। সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা? তা-ও চেষ্টা করা হয়েছে। 

কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সেই সময় জামায়াতে ইসলামীও করতাম না। আমি অন্য একটা সংগঠন করতাম। যেটা বলতে এখন লজ্জা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি। ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ হামলা-মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। 

আগস্টের ১ তারিখ আমাদের নিষিদ্ধ করা হয়। সে সময় আল্লাহকে বলেছিলাম, ৪ দিন পর আল্লাহর বিচার হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে আমরাও ছিলাম। জালিমের মাথা আল্লাহ গুঁড়িয়ে দিয়েছেন।

জামায়াত আমির বলেন, আমি প্রত্যেক শহিদের বাড়িতে যদি যেতে পারতাম। তাদের সন্তান কোলে নিতে পারতাম। যাদের বাড়ি গিয়েছিলাম তাদের জিজ্ঞেস করেছি কেমন আছেন, তারা শুধু টপটপ করে চোখের পানি ফেলেছেন।

জানতে চেয়েছিলাম—কী চান? তারা বলেছিলেন, জালিমের হাতে দেশটা যেন আর না যায়। দেশটা আপনাদের হাতে দেখতে চাই। এমন একটা দেশ দেখতে চাই যেখানে চাঁদাবাজ, ঘুষখোর ও সুদখোরদের ঠাঁই হবে না। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে হিন্দু-মুসলিম কিংবা মেজরিটি-মাইনরিটি বলে কিছু থাকবে না।

তিনি আরো বলেন, দুঃশাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি। আজ প্রাণখুলে দেখতে চাই।

কুলাউড়া শহরের ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখম
ইবি ক্যাপের উঠান বৈঠক, সচেতনতার আলো ছড়ালো হরিপুরে
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, বাজছে যুদ্ধের দামামা

সর্বাধিক পঠিত

পিতার লালসার শিকারে মেয়ে অন্তঃসত্ত্বা
শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সহসভাপতি রুম্মান গ্রেফতার
আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়ায় মেতেছে বাঞ্ছারামপুরের মানুষ
সাংবাদিককে হয়রানি করতে আ.লীগ নেতার মিথ্যা মামলা
কিশোরগঞ্জে চার আওয়ামী নেতা গ্রেফতার

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close