জামালপুরের ইসলামপুরে ঈদ মেলা নামে অশ্লীল নৃত্য, যাত্রাপালা ও জুয়ার আসরে যৌথবাহিনীর অভিযানে ৩ মহিলাসহ ৪১ জন আটক হয়েছে।
জানা যায়, ঈদের দিন থেকে জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা এলাকায় বেরিবাঁধ সংলগ্ন যমুনা নদীর চরে একটি অসাধু চক্র প্যান্ডেল তৈরি করে অশ্লীল নগ্ন নৃত্য, যাত্রাপালা ও জুয়া খেলাসহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও সেনাবাহিনী বুধবার গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে ৩ মহিলাসহ ৩৮ জনকে নগ্ন ও অর্ধনগ্ন অবস্থায় গ্রেফতার করে এবং অসামাজিক যাত্রাপালা মেলা বন্ধ করে দেয়।
এ বিষয়ে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, অভিযান চলাকালে আটককৃতরা সেনাবাহিনীর ওপর হামলার চেষ্টা চালায়। একই দিন ইসলামপুরের ডেফলা ব্রিজের নিচ থেকে সাবেক মেম্বার জিন্নাত আলী নামে এক জুয়া বোর্ড পরিচালনাকারীকে আটক করা হয়।
আটককৃত জুয়াড়ি মেলান্দহের শ্যামপুর এলাকার বাসিন্দা এবং মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
এ ছাড়াও অন্যান্য এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত আরও দুইজনসহ মোট ৪১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ও দণ্ডবিধি আইনে পৃথক দুটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, এলাকার মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি স্থানীয়দের আহ্বান জানান, সমাজের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সবাই যেন সহযোগিতা করেন।
কেকে/এএম