বান্দরবানের লামা উপজেলায় বেড়াতে গিয়ে বাস দুর্ঘটনায় ১০ জন পর্যটক আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় লামা উপজেলার মিরিনজা পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, চটগ্রামের লোহাগাড়া থেকে ইগল পরিহনের একটি বাস দুর্গম পাহাড়ী সড়ক অতিক্রম করে লামা যাওয়ায় পথে মিরিনজা পাহাড় এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায় এবং একটি বড় গাছের সাথে ধাক্কা লেগে বাসে থাকা যাত্রীদের সকলেই আহত হয়। বাসে থাকা যাত্রীরা চটগ্রামের লোহাগাড়া থেকে লামা উপজেলায় বেড়াতে যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে প্রাথমিকভাবে আহত বাসযাত্রীদের মধ্যে ১০ জনতে তাৎক্ষণিক উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, এদের মধ্যে গুরুত্বর ২জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তোফাজেল হোসেন বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই বিষয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে বলে জানান।
কেকে/এআর