ঈদের ছুটিকে ব্যতিক্রমীভাবে কাজে লাগাচ্ছেন জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। যখন সবাই পরিবার-পরিজন নিয়ে ছুটির আনন্দে ব্যস্ত, তখন তিনি জনসচেতনতার বার্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।
জানা গেছে, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া বিনোদন কেন্দ্র ঈদের ছুটিতে পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসেন এখানে। বিশেষ করে দুই ঈদের ছুটিতে লাউচাপড়ায় দর্শনার্থীদের ঢল নামে। এবারের ঈদেও সেখানে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেছেন। আর সেই সুযোগটি কাজে লাগিয়েই মাদকবিরোধী প্রচারণায় নেমেছেন ওসি খন্দকার শাকের আহমেদ।
ঈদের ছুটিতে ঘুরতে আসা দর্শনার্থীদের মাঝে মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি যুব সমাজকে মাদকের কুফল ও এর বহুমাত্রিক সমস্যার ব্যাপারে সচেতন করছেন। পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে থাকার জন্য ইতিবাচক পরামর্শ দিচ্ছেন।
প্রচারণায় অংশ নেওয়া কয়েকজন দর্শনার্থী বলেন, আমরা এখানে আনন্দ করতে এসেছি, কিন্তু ওসি স্যার আমাদের মাদকের কুফল সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তা শুনে ভালো লেগেছে। এটি নিঃসন্দেহে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের ক্যাম্পেইন আরও হওয়া উচিত।
বিষয়টি নিয়ে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, লাউচাপড়া বিনোদন কেন্দ্র সাধারণত ঈদের ছুটিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে, বিশেষ করে কিশোর-যুবকদের উপস্থিতি বেশি থাকে। তাই এই সুযোগ কাজে লাগিয়ে তাদের মাঝে মাদকবিরোধী বার্তা পৌঁছে দিতেই এই ক্যাম্পেইন চালাচ্ছি। আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে যেকোনো মূল্যে তাদের মাদক থেকে দূরে রাখতে হবে। আমি সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছি।
কেকে/এএম