বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদের নেতৃত্বে বাস টার্মিনাল, জেলা শহরের দূরপাল্লার বিভিন্ন কোচ কাউন্টার এবং পাঁচমাথা মোড়ে এই অভিযান পরিচালিত হয়।
নীলফামারীতে নিরাপদ যাত্রীসেবা ও সঠিক ভাড়া নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিএ’র বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদের নেতৃত্বে বাস টার্মিনাল, জেলা শহরের দূরপাল্লার বিভিন্ন কোচ কাউন্টার এবং পাঁচমাথা মোড়ে এই অভিযান পরিচালিত হয়।
ছবি : খোলা কাগজ
অভিযান চলাকালে যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ছয়টি মামলায় মোট ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশগ্রহণ করেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস.এম মাহবুবুর রহমান, মেকানিক্যাল সহকারী মো. রোহান সরকার রঞ্জু, অফিস সহকারী মো. আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
ছবি : খোলা কাগজ
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস.এম মাহবুবুর রহমান জানান, ঈদ পরবর্তী সময়ে নিরাপদ যাত্রীসেবা ও সঠিক ভাড়া নিশ্চিত করতেই আমরা এই অভিযান পরিচালনা করেছি। অভিযানের অংশ হিসেবে জেলা শহর ও বাস টার্মিনালে বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টার পরিদর্শন করা হয়েছে।
ছবি : খোলা কাগজ
তিনি আরো জানান, অভিযান চলাকালে যানবাহনের বৈধ কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।