জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে স্বপ্ন পুড়ে চাই হয়েছে ৬ ব্যবসায়ীর। এই অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতরাত ২ টা ৪০ মিনিটে ধাতুয়াকান্দা বাজারের একটি দোকানে আগুন লাগে। পরে ওই দোকান থেকে আরো পাঁচ টি দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা টের পেয়ে আগুনের নেভানোর চেষ্টা করে। তাতেও আগুন নিয়ন্ত্রণ না হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারেন নি।
আগুনে একটি ফার্মেসী, একটি ধানের গুদাম, একটি মুদি দোকান, একটি সেলুন ঘর সহ ৬ টি ঘরে থাকা আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, অগ্নিকান্ডে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।
কেকে/এআর