মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২০ টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সেই সাথে দোকানগুলোর সাথে থাকা আরো ৩ টি বাসাবাড়িও পুড়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (৪ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩ টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, ভোর রাতের দিকে মাদারীপুর শহরের পুরান বাজারের সিটি সুপার মার্কেটের সৌরভ হার্ডওয়ারের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে এতে মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০টির অধিক দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ও দোকানের মালিকরা জানান, মুহুর্তের মধ্যেই মার্কেটের সারিবদ্ধ ভাবে থাকা ১০ টি কসমেটিকসের দোকান, ৭ টি ব্যাগের দোকান, কমপিউটারের দোকান, কনফেকশনারী দোকান ও ৩ টি হার্ডওয়ারের দোকান, তিনটি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ সময় মার্কেটের পেছনে থাকা ৩ টি টিনের বাসাবাড়িও আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুমিত মন্ডল বলেন, মাদারীপুর পুরান বাজারের অগ্নিকান্ড প্রাথমিক ভাবে আমরা নিশ্চিত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এই অগ্নিকান্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর, কালকিনি ও শরীয়তপুর থেকে থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
কেকে/এআর