সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের সঙ্গে যারা জড়িত তাদের কারোরই বিএনপিতে ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র, চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ঐতিহাসিক উপজেলা কমপ্লেক্স (ঘনিয়ারপাড়) মাঠে ছেংগারচর পৌর ৫, ৬ এবং ৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।
তিনি বলেন, একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে বিনির্মাণে আমরা যারা বিএনপি করি তাদের সকলকে এক ও ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধতা যত সুদৃঢ় হবে বিএনপি তত শক্তিশালী ও এদেশের মানুষের আশা আশংঙ্খা বাস্তবায়নে এগিয়ে যাবে।
তানভীর হুদা বলেন, জনগণের সম্পদ লুটপাট করে ফ্যাসিস্ট হাসিনা তার দলবল নিয়ে বিদেশে পালিয়ে গেছে। দেশের ও জনগণের টাকা মেড়ে খাবেন আর হতে দেয়া হবে না। লুটেরাদের কবল থেকে দেশ ও জনগণকে রক্ষায় বিএনপির সকল নেতৃবৃন্দ এবার ঐক্যবদ্ধ, ঐক্যই শক্তি। দেশ ও জাতির স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই।
পরিশেষে তানভীর হুদা বলেন, আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন আমরা তা বাস্তবায়নে কাজ করবো।
ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যার সভাপতিত্বে, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধান ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, সদস্য আব্দুল মান্নান লস্কর, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন (হিরু জাকির), মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির।
আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, বিএনপি নেতা আহসান উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মো. বশির আহাম্মদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এইচএম জমির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, যুবদল নেতা ইদ্রিস প্রধান, সাবেক ছাত্র নেতা ইকবাল গাজী, পৌর ছাত্রদল নেতা জুম্মান হোসেন, তানভীর খান প্রমুখ।
কেকে/এআর