ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও মানিকগঞ্জে পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ম্যাটারনিটি হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবার কার্যক্রম অব্যাহত রয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সরেজমিনে গিয়ে পরিবার পরিকল্পনা কল্যাণ বিভাগের এই স্বাস্থ্য সেবা দিতে দেখা গেছে।
জানা যায়, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পরিবার পরিকল্পনা কল্যাণ বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে মানিকগঞ্জে ৪২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা ও কিশোর-কিশোরী সেবাসহ অন্যান্য জরুরি স্বাস্থ্য সেবা অব্যাহত রয়েছে।
জেলার কেন্দ্রস্থলে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ছুটিকালীন সময়ে বিনামূল্যে ছয়টি এবং পুরো জেলায় আটটিসহ মোট ১৪টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে।
সেবা গ্রহণ কারীরা জানান, ঈদের ছুটির মধ্যেও আমরা এই হাসপাতালগুলোর জরুরি স্বাস্থ্যসেবা পেয়েছি। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য মানিকগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ সবস্বাস্থ্য কেন্দ্রগুলো ভালো সেবা নিশ্চিত করেছে। পরিবার কল্যাণ বিভাগের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
মানিকগঞ্জ পরিবার পরিকল্পনা কল্যাণ কার্যালয়ের উপপরিচালক জাকিয়া আখতার জানান, ঈদুর ফিতরের ছুটি থাকা সত্ত্বেও মানিকগঞ্জ জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ম্যাটারনিটিসহ অন্যান্য হাসপাতালের কার্যক্রম বন্ধ সময়ের ৯ দিন পর্যন্ত চালু থাকবে। আমরা প্রসব ব্যথা নিয়ে আসা ১৪ জন রোগীকে বিনামূল্যে প্রসব সেবা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করেছি।
কেকে/এএম