গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছেলের বিয়ের খরচ নিয়ে অভিমান করে বিনারানী সরকার (৪২) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের উত্তর ভাতগ্রাম (হিন্দুপাড়া) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিনারানী সরকার ওই গ্রামের মৃত জয়েন্ত সরকারের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, তার তিন ছেলের মধ্যে স্বদেশ কুমার সরকারের বিয়ে ঠিক হয়। বিয়ের খরচ নিয়ে পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বর স্বদেশ কুমার গাইবান্ধায় বিয়ের কেনাকাটায় গেলে বিনারানী অভিমানে রাত সাড়ে ৯টার দিকে বিষপান করেন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রংপুরে স্থানান্তর করা হয়, তবে পথে বিনারানী মারা যান।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু হাসনাত জামান জানান, খবর পেয়ে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।
কেকে/এএম