টাঙ্গাইলের দেলদুয়ারে মটিবাহী ট্রাক চাপায় শফিউল্লাহ (৪০) নামের আনসার সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ্ মৌলভীপাড়া গ্রামের মৃত হাবিবুল্লাহ্ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা জেলায় বাংলাদেশ আনসার বাহিনীতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়ির সঙ্গে মৌলভীপাড়া জামে মসজিদে ফজরের নামাজ শেষে শফিউল্লাহ হাঁটতে বের হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলে পেছন দিক থেকে মাটিবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-৫১১২) ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে। ট্রাকটি শফিউল্লাহকে হেচড়ে নিয়ে সড়কের পশ্চিম পাশে পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে স্বজোড়ে ধাক্কা খায়। এতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে দুমড়েমুচড়ে হয়ে যায়। ঘটনাস্থলেই শফিউল্লাহ মারা যান।
দেলদুয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর ট্রাক ও খুঁটিতে চাপা পড়া শফিউল্লাহর লাশ উদ্ধার করেন। এ ঘটনার পর ড্রাইভার ও হেলপার যায়।
কেকে/এএম