শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
২২ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ৫ এপ্রিল ২০২৫
শিরোনাম: হাসিনার প্রত্যাবর্তন, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনা      ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক শুরু      ‘রোহিঙ্গা সংকট সমাধান না হলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে’      দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে অপসারণ, নির্বাচন ৬০ দিনের মধ্যে      ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ      বিমসটেকে বঙ্গোপসাগরীয় সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই      বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্থার ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৩      
গ্রামবাংলা
কুষ্টিয়ায় গাড়ির চাপায় চার মাসের শিশু নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৬:২২ পিএম  (ভিজিটর : ১০৭)

কুষ্টিয়ার কুমারখালীতে খালাতো ভাইয়ের মুসলমানির অনু্ষ্ঠানে যাওয়ার পথে অবৈধ যান করিমন গাড়ির চাপায় নাঈম নামের চারমাসের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  নিহত নাঈম উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিকশাচালক নাজমুল হোসেনের ছেলে।

এদিকে গাড়ি চালক আমিনুল ইসলামকে আটকের পর পুলিশে সোপার্দ করেছেন বিক্ষুব্ধ জনতা। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার মহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ব্যাটারিচালিত অটোভ্যানে শিশু নাঈম তার মা, বাবা, নানা, নানিসহ স্বজনরা কুমারখালীর এলংগী এলাকা থেকে খোকসার কলিমহর মুসলমানির অনু্ষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে কুমারখালীর পৌরসভার আমতলা এলাকায় অটোগাড়িটি বাকা মোড় মারলে মায়ের কোল থেকে শিশু নাঈম সড়কের ওপর ছিটকে পড়ে। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি করিমন গাড়ি শিশুটিকে চাপা দেয়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের রাখা রয়েছে রক্ত মাখা শিশু নাঈমের মরদেহ। বারান্দায় তার মাসহ স্বজনরা আহজারি করছেন।

এ সময় বিলাপ করতে করতে নাঈমের মা মালা খাতুন বলেন, আমার সোনা আমার দেখলেই হাসতরে। আমি কী জবাব দিবনে। আমি ক্যাম্বা থাকবনেরে। কী নিয়ে বাড়ি যাব?

নাঈমের নানা ও ভ্যানচালক শহিদুল বলেন, কলিমহর আরেক নাতি ছেলের মুসলমানির অনু্ষ্ঠানে যাচ্ছিলাম। পথে বাকা মোড়ে আমার মেয়ে মালা ও নাতি নাঈম রাস্তার ওপরে পড়ে যায়। তখন করিমন গাড়ি নাঈমকে চাপা দিয়ে মারে ফেলে।

বাবা নাজমুল বলেন, অবৈধ গাড়ির চাপায় ছেলে মারা গেছে। চালক আটক আছে। বিচারের আশায় থানায় মামলা করব।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, করিমন গাড়ির চাপায় এক শিশু মারা গেছে। চালককে মারধরের পর জনতা পুলিশের কাছে সোপর্দ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নওগাঁর নজিপুরে ব্রিলিয়ান্সের মিলনমেলা অনুষ্ঠিত
‘ভারতে সদ্য পাশকৃত ওয়াকফ বিল মানবাধিকারের চরম লঙ্ঘন’
ভোলায় জাহাঙ্গীর ও তার বাহিনীর ৪ সদস্য গ্রেফতার
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু বলা ঠিক হবে না: বিক্রম মিশ্রি
প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা নিতে সম্মতি মিয়ানমার

সর্বাধিক পঠিত

কালাইয়ে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে প্রেমিকার অনশন
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেফতার
আফরিমা ঈমার কবিতা
হারানো দিনের বিয়ের গীত সংরক্ষণ করেন শিক্ষক লাকি ফেরদৌসী
চরম অব্যবস্থাপনায় দর্শনীয় স্থান ওয়াইব্রীজে উপচেপড়া ভীড়ে নাজেহাল দর্শনার্থীরা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close