ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীরসহ তার বাহিনীর চার সদস্যকে গ্রেফতার করেছে কোস্টগার্ড ও র্যাবের যৌথ বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন তার ছেলে মঞ্জু, জিয়া, আব্বাস ও সেলিম।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কোস্টগার্ড জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ডা. জাহাঙ্গীরের নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, জমি ও ব্যবসা দখল, মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, জেলেদের মাছ লুট, নদী থেকে বালু চুরি ও লঞ্চঘাটে আসা যাত্রীদের মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটতে থাকে। এসব অপরাধের কারণে বিএনপি তাকে বহিষ্কার করে।
ঈদের আগে ডা. জাহাঙ্গীর ও তার সহযোগীরা কোস্টগার্ডের এক সদস্যের মোটরসাইকেল ছিনতাই করে একটি ঘরে লুকিয়ে রাখে। ঘটনাটি সিসিটিভির ফুটেজে ধরা পড়ে, যার ভিত্তিতে কোস্টগার্ডের এক সদস্য ভোলা সদর মডেল থানায় মামলা করেন।
মামলার পর থেকে জাহাঙ্গীর ও তার বাহিনী গা-ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কোস্টগার্ড ও র্যাব যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় মোটরসাইকেলের পাশাপাশি একটি দেশীয় পিস্তল, ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।
কেকে/এএম