জয়পুরহাটের আক্কেলপুরে অপসারিত মেয়র শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আল-আমিন চৌধুরী (৫২) কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। এতে তার ডান পায়ের হাটুর নিচে মাংসপেশি ও পায়ের রগ কেটে গেছে। তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের পুরাতন থানার পেছনে টিএমএসএস অফিস এলাকায় ঘটেছে। তিনি আক্কেলপুর চৌধুরী পাড়ার আব্দুস সাত্তার চৌধুরীর ছেলে। তাকে কে বা কারা কুপিয়েছে পরিবার ও পুলিশ কেউই জানাতে পারেনি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান পায়ের হাটু নিচে কোপ দেওয়া হয়েছে। এতে মাংসপেশী ও রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে তাঁর ভাগিনা রাসেলের সাথে কথা বললে তিনি জানান, কি কারণে তার উপর হামলা করা হয়েছে তা এখনো আমরা জনতে পারিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.আসিফ আদনান বলেন, ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে। এতে তার ডান পায়ের মাংসপেশি গভীর হয়ে কেটে গিয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে। ধারণা করছি পায়ের রগ কেটে গেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শুক্রবার সন্ধ্যায় আলামিন চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনা কে বা কারা কি কারণে ঘটালো তা এখনো জানা যায়নি। আমরা তদন্ত করছি।
কেকে/এআর