শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
২২ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ৫ এপ্রিল ২০২৫
শিরোনাম: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা       সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা      শরীয়তপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ      যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ চীনের      রোগীতে ঠাসা পঙ্গু হাসপাতাল      আইএমএফের প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে      হাসিনাকে চায় বাংলাদেশ, সুসম্পর্ক চায় ভারত      
গ্রামবাংলা
আক্কেলপুরে সাবেক মেয়রের ভাইকে কুপিয়ে পায়ের রগ কাটল দুর্বৃত্তরা
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:৫৮ এএম  (ভিজিটর : ৪৪)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে অপসারিত মেয়র শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আল-আমিন চৌধুরী (৫২) কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। এতে তার ডান পায়ের হাটুর নিচে মাংসপেশি ও পায়ের রগ কেটে গেছে।  তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের পুরাতন থানার পেছনে টিএমএসএস অফিস এলাকায় ঘটেছে। তিনি আক্কেলপুর চৌধুরী পাড়ার আব্দুস সাত্তার চৌধুরীর ছেলে। তাকে কে বা কারা কুপিয়েছে পরিবার ও পুলিশ কেউই জানাতে পারেনি। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান পায়ের হাটু নিচে কোপ দেওয়া হয়েছে। এতে মাংসপেশী ও রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে তাঁর ভাগিনা রাসেলের সাথে কথা বললে তিনি জানান, কি কারণে তার উপর হামলা করা হয়েছে তা এখনো আমরা জনতে পারিনি।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.আসিফ আদনান বলেন, ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে। এতে তার ডান পায়ের মাংসপেশি গভীর হয়ে কেটে গিয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে। ধারণা করছি পায়ের রগ কেটে গেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শুক্রবার সন্ধ্যায় আলামিন চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনা কে বা কারা কি কারণে ঘটালো তা এখনো জানা যায়নি। আমরা তদন্ত করছি।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জামায়াত কারো চোখ রাঙানিকে পরোয়া করে না: রফিকুল ইসলাম
লক্ষ্মীপুরে অতিরিক্ত ভাড়া আদায়, গণপরিবহনে জরিমানা
হে লৌহিত্য, আমার পাপ হরণ করো
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

সর্বাধিক পঠিত

কুষ্টিয়ায় গাড়ির চাপায় চার মাসের শিশু নিহত
ঘোড়ার গাড়িতে ইমাম জিল্লুর রহমানকে রাজকীয় বিদায়
ঈদের ছুটিতেও মানিকগঞ্জে অব্যাহত জরুরি মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা
আওয়ামী লীগের কার্যালয় এখন ফার্নিচার কারখানা
সখীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close