নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা, খোলা ট্রাকে করে বহনে নিষেধ করায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ এপ্রিল) গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিগর পাঁচপুর গ্রামে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাঘাটা থানায় এজাহার দায়ের করা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, উক্ত পাঁচপুর গ্রামের ইসমাইল ও হোসেন আলী সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে পার্শ্ববর্তী কাটাখালী নদীতে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছেন।
বিক্রি করা বালু তারা ট্রাক ও ভটভটিতে করে বিভিন্ন স্থানে ক্রেতার নিকট নিজেরাই পৌঁছে দিচ্ছেন। বালু বহন কারার সময় ওই সব খোলা ট্রাকে বহন করা বালু ও রাস্তার ধুলা উড়ে বাড়ি-ঘরসহ রাস্তার আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে। এ ব্যাপারে স্থানীয় ভুক্তভোগী লোকজন নিষেধ করে। এতে বালু উত্তোলনকারীরা স্থানীয় লেকজনের ওপর চড়াও হয় এবং তাদের ওপর সংঘবদ্ধভাবে হামলা করে।
হামলায় মুছা আলম (৩০), সাইফুল ইসলাম (৩১), আছমা বেগম (২৮) ও রেখা বেগম (৩১) আহত হন। আহতদের প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে মুছা আলম ও আছমা বেগমের অবস্থা গুরুতর দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সাইফুল এবং রেখা বেগমকে সোনতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত তারা সেখানে চিকিৎসাধীন থাকার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে সাঘাটা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
কেকে/এএস